মেকাপের জামানা
নওশাদ আলম
মেকাপের জামানায় সুন্দরী চেনা দায়,
ধরণীর প্রায় নারী রঙ মাখে সারা গায়।
স্রষ্টার দেওয়া রুপ পাল্টাতে তৎপর,
প্রসাধনীর উপরে বিশ্বাসে দেয় ভর।
হাতে রঙ পায়ে রঙ, রঙে ভরা চোখ মুখ,
মেকাপের সৈকতে গা ভাসিয়ে নেয় সুখ।
ঠোঁটের জমিনে যেনো রঙধনু কারখানা,
রূপচর্চার পিছে, কত টাকা করে ফানা।
বুড়ি নানি ছুঁড়ি সাজে মেকাপের ঢেলে রঙ,
পুরুষের মাথা খেতে করে তারা কত ঢং।
আনাচেকানাচে দেখি মেকাপের হরিলুট,
সভ্যতার আড়ালে অসভ্যতার ধরে টুট।
প্রতারণা মসনদে জেঁকে বসে থাকে ঢের,
বিশ্বাসের নাড়ি ছিঁড়ে বুকে মারে সোয়াশের।
বিয়ের আসরে কনে, লাগে চাঁন্দের আলো,
সকালে ঘুমটা তুলে দেখি তিতকুটে কালো।
সবখানে দেখি শুধু মেকাপের কারবার,
প্রসাধন ব্যবহারে নীতি মরে বারবার।
আদর্শ যুগখানা হলো কেন কৃত্রিম?
মেকাপের যামানাটা করে নিছে সিষ্টিম।
স্রষ্টার দেওয়া রূপে যিনি হয়না তুষ্ট,
জীবন চলার পথে, হয় সে পথ ভ্রষ্ট।
( মাত্রাবৃত্ত ৮+৮)