মাটির দেহ্ সোনা ভাবি
দেহ্ মাটির ঘর,
সেই গৃহে আসবা সাজায়
পিতল সোনা ভর।
দেহ্ আমার মাটি হবে
আত্মা নিবে জমা,
যেই বিধাতা করলো সৃষ্টি
মানব সৃষ্টি'র ফর্মা।
যিনি আমার ভক্তি পেতে
দিলো শ্রেষ্ঠ খেতাব,
সঠিক পথের দিশা লিপি
দিলো মহা কিতাব।
তার কৃপায় সজ্জিত মোর
দেহ্ যন্ত্র ম্যাশিন,
হাওয়ার তৈল দিলো ভরে
দেহের মাঝে বিলিন।
তাহার মহো প্রেম মায়ায়
ছুটছে বিশ্ব ধরিত্রী
দিন-রাত,আকাশ-বাতাস
সৃষ্টি বৃষ্টি-তটিনী।
হাওয়ার তৈল নিষ্কীয় হলে
পাবেনা আমায় কেহ্,
ক্ষণ সময়ে সোনার যৌবন
ধুলো হবে মাটির দেহ্।