ভিন্নরূপে সাজো তুমি
মেঘ বালিকা কন্যা,
সাদা কালো নীলের ভিড়ে
দেখি রঙের বন্যা।
মনের সুখে আকাশজুড়ে
মিষ্টি করে হাসো,
ইচ্ছে হলে ডানা মেলে দূর
গগনে ভাসো।
দুখের কালি মাখলে গায়ে
সুখের ছায়া বিলীন,
অশ্রুঝরে কাঁদলে তুমি
সারা শরীর মলিন।
তোমার পরশ পেয়ে জাগে
প্রকৃতির রূপরস,
মুষলধারে কাঁদলে তুমি
আসবে দেশে ধস।