বিশ্ববাসী দেখে যাও আজ
বার্মা আরাকান,
পাখির চেয়ে ঠুলকো প্রাণী
যেন মসুলমান।
পথেঘাটে হচ্ছে জবাই
মুসলিম ভাই-বোন,
রক্তের স্রোতে ভাসছে দেখ
বার্মা রাষ্ট্রের কোন।
কাটা মস্তক করছে ফুটবল
বৌদ্ধ নামের পশু,
মানব গোশে শকুন পালে
ওরা হিংস্র দস্যূ।
মায়ের সামনে মেয়ের সম্ভ্রম
নিচ্ছে দস্যূ লুটে,
লজ্জা স্থান কেটে কুটে
শিক দিচ্ছে পুঁতে।
খড়কুটা ভাবছে মুসলিম
আগুন লাগায় গাঁয়,
লক্ষ মুসলিম হচ্ছে জবাই
তার হিসাব নাই।
লাশের দেহে প্যারাক পুঁতে
কসাই খানা সজ্জিত,
সদ্য নব জাতক সন্তান
জবাই রক্তে রঞ্জিত।
বক্ষ চিরে কলিজা ওজন
করছে মুসলিম ভাইয়ের,
দেহের চামড়ায় লবন দিয়ে
জুতো বানায় পায়ের।
দেখে যাও হে বিশ্ববাসী
নব কসাই খানা,
বার্মাকাশে উড়ছে দেখ
মুসলিম হত্যার নিশানা।