দো'জাহানের বাদশা তুমি ও দয়াময় প্রভু,
তোমার হুকুম হীনে বৃক্ষে ফোটে না ফুল কভু।
বিশ্ব জাহান করলে সৃষ্টি চোখের ইশারাতে,
মাটির মানুষ করে সৃষ্টি প্রাণ দিয়েছো তাতে।
তোমার দ্বারে হাত তুলেছি পাপি বান্দাগণে,
করাল ভাইরাস দূর করে দাও বিশ্ব চতুর্কোণে।
অসীম শক্তির মালিক তুমি ওগো দয়াময় রব,
মহামারির করাল গজব ধ্বংস করে দাও সব।
তোমার কৃপা ছাড়া আমরা মরবো মহা গ্রাসে,
বিপদ এলেও তোমার রহম পাবো জানি পাশে।
ভুগছে যারা করাল রোগে দূর প্রবাসের ঘরে,
শেফা চাইছি তোমার কাছে আল্লাহ নামটি ধরে।
সারাবিশ্বের মানবজাতি তোমার দিকে চেয়ে,
তোমার রহম পাঠাও আল্লাহ বৃষ্টির বেগে ধেয়ে।
কবুল করো ও দয়াময় মোনাজাতের বাণী,
তোমার ঘরে সিজদাহ করে ঝরায় চোখের পানি।
রহম করো পাক-পারোয়ার বিশ্বের মানবকূল,
তুমি চাইলে সুঘ্রাণ বিলায় মরা বৃক্ষে ফুল।
বান্দার চোখের সমস্ত জল শুধুই তোমার জন্য,
তোমার কৃপা পেলে আমার দো'জাহানই ধন্য।