করোনার যাতাকলে-- গ্রাস হচ্ছে বিশ্ব,
লাশে লাশে ভরে গেছে করুণ সে দৃশ্য!
আক্রান্ত রোগীর স্তূপ- ছুঁয়ে যাচ্ছে চুম্বী,
বুকফাটা যাতনায় --কাঁদে প্রাণ গুমড়ী।
কোলের শিশুটা মরে-- করোনার বিষে,
চোখের অশ্রুকণায় ----বুক যায় পিষে।
লাশের কবরে নেই মাটি দেওয়া লোক,
করোনার ছোঁবলেতে বিশ্বে এল শোক।
ফুসফুসে পানি জমে--- দম করে ক্ষত,
ক্রমশে সারা শরীর ---- হয়ে যায় নতো।
জাতিপ্রথা কোনভেদ ---নেই তার তরে,
নিরবে বিষ-ছোঁবল ----মারে প্রাণ ঘরে।
আহামরি বিষ তার ----অদৃশ্য ছোঁবলে,
প্রাণপাখি নেয় কেড়ে পেলে যে কবলে।
একাকীত্ব থাকো যদি কোন ব্যক্তি হতে,
রেহায় দিবে আল্লাহ করোনা সৈকতে।
তার ভয়ে ঘরবন্দী ------নর-নারি সব,
করোনার বিষ দাঁত ---ভেঙে দাও রব।
এই মহামারি থেকে পাবো কবে মুক্তি?
হেফাজত কর তুমি, দিয়ে ধৈর্য শক্তি।
হে আমার মহাজন চেয়ে দেখো কাবা,
দিয়ো না জমিনে আর গজবের থাবা।
সইতে পারে না মানুষ জ্বালার দংশন,
আসমান ও জমিনেতে কর শান্তি বর্ষণ।