কাবার পথের পথিক হইতে নিয়াত করবো জমা,
ইহকাল নয় পরকাল পেতে চাইব অসীম ক্ষমা।
বিশ্বের-হাজী, যেই পথে হেঁটে শুদ্ধ করে আত্মা,
শুদ্ধতারই অসীম সাগর দেয় যেনো মোর স্রষ্টা।
পথের ধূলোয় মিশে আছে দেখি, নবীর পদচিহ্ন,
সেই ধূলো আমি অঙ্গে মাখিয়া খুঁজিনা পথ ভিন্ন।
মরুর বুকে স্বস্তির সে বাগ ফুলে ফুলে রবে ভরা,
পথের ক্লান্তি নিমেষে ভুলিয়া গড়বো নতুন ধরা।
সাহারার সাথে জমবে কথন প্রিয় রাসূলকে তুলে,
আদর্শতার মহান টিচার যাবো না তোমাকে ভুলে।
খোলা ময়দানে অন্তর খুলে দেখবো কাবা শরীফ,
চুম্বন দিয়ে মহান প্রভুকে করবো অসীম তারিফ।
নবীর রওজায় সালাম পাঠিয়ে মিটাব সকল আশা,
যে নবীর প্রতি দরুদ পাঠায় মনে রেখে ভালবাসা।
তাঁর অছিলায় পাপের পাহাড় ধসে দিও তুমি প্রভু,
উম্মতেরই নেক নিয়াতকে ফিরিয়ে দিও না কভু।
মনের রাজ্যে বড় বড় করে আঁকবো কাবার ছবি,
সে পথের দিশা অন্তর আকাশে উঠবে নতুন রবি।
(( মাত্রাবৃত্ত ছন্দ))