যদি আবার আঘাত হানে কাল শকুনের দল,
দেবো জবাব দাঁত ভাঙা ঐ যুদ্ধে দাবানল।
সারা দেহে জ্বলবে আগুন দাউ-দাউ দাউ,
নন্দিত ঐ শকুন পুড়বে হাউ-মাউ হাউ-মাউ।
যদি আবার আঘাত হানে ভিনদেশী ঐ পীর,
রক্ত নিয়ে করবো হলি মারবো নাকে তীর।
একবিন্দু সোনার ভুমি দেবো না কভু ছাড়,
মস্তক নিয়ে খেলব ফুটবল কেটে লম্বা ঘাড়।
যদি আবার কাড়তে আসে ফসল ভরা মাঠ,
লাশের স্তুপ দেখবে আবার সিন্ধু নদের ঘাট।
মুজিবকণ্ঠে ঝরবে আবার শাণিত সেই ধার,
কালুরঘাটে শহীদ জিয়া থামবে নাতো আর।
লাখো মুজিব লাখো জিয়া বাংলায় করে বাস,
তবু শকুন স্বপ্ন দেখছে বাংলা করবে গ্রাস।
আসে যদি সামনে আবার একাত্তরের দিন,
বুকের রক্ত ঢেলে দিয়ে শোধবে মায়ের ঋণ।
প্রাণের মায়ায় হয় না নত বাংলার সব বীর,
যুদ্ধের মাঠে মরবে হেসে রাখবে উঁচু শির।
কম্পিত হয় যুদ্ধের ডাকে রেসকোর্সের বায়,
অত্যাচারীর খড়গ রুহে আগুন ঢেলে যায়।