হাটুজল ছল-ছল
নেই মাঝে দ্বীপ,
ছোটতরী চলে ভোরী
চলে না তো শীপ।
জেলে ভাই খালি গায়
জাল ফ্যালে জলে,
কেঁদে কুটি ছোট পুটি
করে জাল তলে।
বাহুডোরে জাল করে
খোঁজে বড়মাছ,
কতদূরে আসে ঘুরে
পেলো পুটি পাঁচ।
ভেঙে পড়ে জাল ধরে
মাছ নেই বলে,
শেষ করে জাল ছোঁড়ে
ঘোলাজল কোলে।
বড়মাছ হাঁসফাস
করে জাল কোণে,
হাসিফোটে জেলে ঠোঁটে
খুশি জাগে মনে।
==০৭।০২।২০১৯ইং ==