হাওয়ার ঘোড়ায় আসছে তেড়ে
মহাজনের গজব,
পাপের কামায় করছি সবাই
মানুষ আমরা আজব।
বুঝেও কেনো বুঝিনা ভাই
গজবেরও আভাস,
মাঝ-দরিয়ায় ভরাট জলে
'ফণীর' যে নিশ্বাস।
ফুলের মালা ছুঁড়ে ফেলে
পরছি কাঁটার মালা,
নিজের পায়ে কুঁড়াল মারলে
বুঝবে ব্যথার জ্বালা।
হরহামেশায় করছি ক্ষত
পাক-বিধানের বাণী,
কৃত্রিম সুখে জীবন গড়ে
টানবে দুখের ঘানি।
কচুর পাতায় ঈমান রেখে
ছুটছে ঝড়ের বুকে,
লোভ লালসায় উচোট খেয়ে
মরছে মানুষ ধুকে।
সকল গজব হাতের কামায়
বলছে খোদার কিতাব,
কত গজব পাওনা মোদের
করো এখন হিসাব।
ππππππππππππππππππ