অফিসার কদাকার
ভুড়িখানা মোটা তাঁর।
অনিয়ম পুরোদম-
ঘুষছাড়া রেগে বোম।
নেই নীতি নেই প্রীতি
ঘুষ হলে গাই গীতি।
ঘুষ নেই কাজ নেই
মুখ বেঁকে করে খেই।
আড়ালেতে হাত পাতে
ঘুষ নিতে দিনরাতে।
দিলে ঘুষ সে বেহুঁশ
টাকা পেলে দিল্ খুশ।
সহযোগী সেও ভোগী
ঘুষ নিতে সাজে রোগী।
নেই ভয় মান ক্ষয়-
টাকা পেলে ভাবে জয়।