ভিখারির থালা হাতে নিয়ে ঘুরবো জ্ঞানীর তরে,
জ্ঞান-ভিক্ষা চাইবো ভুবনে, জ্ঞানীজনদের ঘরে।
লাজ-লজ্জা বিসর্জন দিবো মনের অন্তিম তটে,
সহানুভূতির ভিক্ষাগুলো ভরে নিবো নিজ ঘটে।
জ্ঞানের আবাদ করে চাষী, সাবলম্বী হবে জাতি,
আঁধারের হৃৎপিণ্ড চিবা'ত জ্ঞানের জ্বলন্ত বাতি।
রাষ্ট্রের সম্মান পুনরুদ্ধারে, অতন্দ্র প্রহরী হবো,
হৃৎপাত্রে সমীরণ জমিয়ে জ্ঞানীর সন্ধানে যাবো।
জ্ঞানের ক্ষুধায় উন্মাদ যে, চলে এসো এই দলে,
একমুঠো জ্ঞান চাইবো ভিক্ষা কতই'না কৌশলে।
আত্মতৃপ্তির আকাঙ্ক্ষাতে উঠিনি'ত মেতে আমি,
জ্ঞানশূন্যের হাতে স্বাধিকা হয়েছে বড় আসামি।
সঞ্চিত সব জ্ঞানের স্তুপ, বিলাবো দেশের মাঝে,
অজ্ঞের ঘটে জ্ঞান ঢুকাবো লাগাব উত্তম কাজে।
অপছন্দ পরিচ্ছদ অংশ ,হোক না সবার কাছে,
জ্ঞান উপার্জন চালু রাখি, ঘুরে জ্ঞানীদের পাছে।
জন্মভূমির আপদকালে, ভাসাবো সাহায্য তরী,
জ্ঞান-ভিখারি হয়ে জগতে যাযাবরে নেই জুড়ি।
জ্ঞান তৃষ্ণানায় কাতর হয়ে, পথে পথে যায় ঘুরে,
জ্ঞানের থালাটা হস্তে নিয়ে যাবো যে অচীনপুরে।
অক্ষরবৃত্ত :::