করোনার মহাকালে
সন্ত্রাসী কারা পালে?
দুর্নীতি মগডালে!
সবচোর নাও পালে।

মার জুতা তালেতালে,
সন্ত্রাসী দুই গালে।
ক্ষমতাকে উলটালে,
ক্ষতস্থান পোড়ে ঝালে।

পুরো দেশ জাতি ছালে,
বদনামে শীশা ঢালে।
দুর্নীতির মহা জালে,
জনগণ আছে হালে।

নেতা আছে মহা তালে,
গোডাউন ভরে মালে।
মাছ ভরে নিজ খালে,
ভাত নেই ভিখ থালে।