দুর্বৃত্তের কবলে জিম্মি স্বাধিকার স্বাধীনতা,
স্বাধীনতা চিপে খাচ্ছে রক্ত ভুলেগিয়ে জাতিপ্রথা।
রুচিটা তাদের কত নিকৃষ্ট ভাবলে আসবে ঘৃণা,
হারামের থালা চেটেপুটে খায় সেই মনুষ্যহীনা।
জনগণ কাঁদে ভাগ্য লুকিয়ে স্বাধীনতা কিনে দামে,
নাভিশ্বাস ছাড়ে দিনমজুররা, শরীর ভেজায় ঘামে।
নির্ঘুম রাতে হতাশায় ডোবে স্বাধীনতা আনে যারা,
তাঁদের স্বপ্ন করছে হত্যা পেলো কোথা' আস্কারা?
মুক্তির রাহে জীবন দিয়েছে অজস্র বীরসেনা,
তাঁদের রক্তে হোলি খেলে যায় সম্মান করে ফেনা।
যেদিকেই দেখি সেদিকেই শুধু দুর্বৃত্তের ছায়া,
অফিস কাছারি জিম্মি করছে দলীয় সব বেহায়া।
খোলা ময়দানে চাঁদা তোলে দেখো দুর্বৃত্তের দলে,
পুলিশের সাথে খাতির জমিয়ে লেনাদেনা তলেতলে।
চার্দিকে ওই সাঙ্গপাঙ্গ জিম্মি করেছে ধরা,
অগ্নি উত্তাপ পড়ছে ভীষণ স্বাধিকার মাঠে খরা।
দুর্বৃত্তের হিংস্র কবলে রবো কতোকাল আর?
নেংটি ইঁদুরে মানচিত্র কেটে করলো যে সাবাড়।
দুর্বৃত্তের মদদ যোগাচ্ছে বড় মগডালে বসে,
নিজের দেশকে ধ্বংস করছে মেলে না অঙ্ক কষে।
সোনালি স্বপ্ন ঝিমিয়ে পড়েছে অন্তিম সূর্যের মত,
খুঁচিয়ে খুঁচিয়ে সততাকে মেরে নেশার বতলে রত।
অবশানের ঐ পেখম গজাবে কখন বাংলাদেশে?
দুর্বৃত্তের প্রাচীর মাড়িয়ে উড়বো পাখির বেশে।
মাত্রাবৃত্তে