কোটার মুখে জুতা মারি
বলছি আমি দেলে,
কোটার জন্য পায়না চাকরি
অতি সহজ ছেলে।
"মুক্তি" কোটায় চুষে খাচ্ছে
তারপর আবার নাতি,
বাটুল এসে নিচ্ছে কোটা
আমরা উপজাতি।
সেনা কোটা নারী কোটা
আরও প্রতি বন্ধি,
জেলা কোটা মন্ত্রী কোটা
করছে সবে সন্ধি।
কোটার কেনো এতো কদর
স্বাধীন বাংলা দেশে,
কোটার মাঝে অজ্ঞজনে
ফাইদা নিচ্ছে হেসে।
শিক্ষিতজন বেকার হয়ে
হচ্ছে দেশের বোঝা,
ঘুষ ও কোটায় মিলছে চাকরি
হোন না বাঁকা সোজা।
কোটার জুতা খুলে এবার
খালি পায়ে হাটো,
যোগ্যতা তে মিলবে কর্ম
হোকনা লম্বা খাটো।
ছাপান্ন ভাগ কোটা টেনে
যুবক-যুবতী ক্লান্ত,
কোটার কবর দিতে পারলে
রাষ্ট্র হবে শান্ত।
কোটা মুক্ত দেশ গড়িতে
সকল মানুষ ততপর,
কোটার দলে লড়ছে যারা
তারা সর্প বিষধর।
বিষাক্ত এই বিষ ছোঁবলে
ঝরছে কত জীবন,
কোটা মুক্ত রাষ্ট্র পেতে
চেতন বাংলা ভুবন।
রচনাঃ 10-04-2018----------