আকাশকুসুম স্বপ্নগুলো লালন করি ছোট বুকে,
চৌত্র দিনের তপ্ত রোদে অঙ্গার আমার দেহ্ পুড়ে,,
তবু কখনো জড়িয়ে যায়নি হতাশার ঐ ইন্দ্রজালে,
একদিন আমায় আলোকিত করবে জানি পরশ দিয়ে,,
দিক-বেদিকের শতস্রজন করবে আমায় কটাক্ষর,
চোখের সামনে আধাঁর প্রাসাদ কেমনে খুলবে দোর?
কথার কলে নিন্দুকেরা ভাবে নিজকে পন্ডিত গুরু,
কথার বিষে ভালো হৃদয় ফুটো করতে করে শুরু।
উৎসাহের ঐ নিস্হপৃহ বাণী নেইতো তাদের শেখা!
কুলষখানী পাপে ভরা মনটা না- যায় দেখাঁ!!
নবপথের যাত্রীদের ডলেপিষে মারতে চাই,
অভিলাসী যাত্রীগণের জিহাদের পথ ভুলে নাই।
স্বপনো গুলো প্রানদিতে মন আচড় কাটি খাঁতায়,
আকাঁশ কুসুম স্বপনো গুলো রংধনুতে সাজায়,,
ভাষা ডোবার নিয়মনীতি সেওতো বিধির বিধান,
কোথায় কবে উড়বে বলো আসা পূরনের নিশান,,
পূর্ব আকাঁশে উদিৎ হয় আলোর ভান্ডার সূর্য্য,
সবার আসাপূরনের মুলে থাকে ধৈয্য,,
ধর্য্যহিন মানুষের সাফল্য আসবেনা তো কভু,
আমাদের ধৈর্য্যের বাধ শক্ত করে হে প্রভুঁ,,