বন্ধু চেনো বিপদ এলে
শত্রু চেনো যুদ্ধে,
দক্ষতাহীন থাকলে তুমি
কাঁদবে অবরুদ্ধে।
বন্ধু হলো নিবেদিত
বন্ধু প্রাণের তরে,
তেমন বন্ধু শত্রু হলে
কাঁদবে জীবন ভরে!
আপন চেনো চক্ষু দেখে
যার হৃদয়ে ঝরে,
ছল-চাতুরের নেই তো বাসা
তারই মনের ঘরে।
স্বার্থ প্রেমি বন্ধু পেলে
তাদের জীবন মরু,
বাঘের হুংকার করবে ধ্বংস
সিংহ হবে গরু।
ব্যক্তি চিনতে করলে দেরি
পড়বে জাতা কলে,
অমানুষ ও ভাববে তখন
পড়লে বেড়ি গলে।
থাকলে খুবই ভালো হতো
মানুষ চেনার যন্ত্র,
সুক্ষ্ম ভাবে করতো বিচার
তাদের মনের মন্ত্র।
দক্ষতা কে সঞ্চয় করো
থাকতে সময় হাতে,
বাতি ছাড়া পথ চলিবে
কেমনে গহীন রাতে?
রাতের কথা না ভাবে-যে
কেমনে মানব সেরা,
তাদের কর্ম ধুপের ধোঁয়ায়
নইলে জীবন ঘেরা।