হাড়ভাঙা কাজ করে কারখানে শ্রমিক,
ডাল-রুটি খায় তারা আধপেটা দৈনিক।
ঢেউ উঠে ঘাম নদে কাজ করে দুপুরে,
পিঠপুড়ে তালপাকা সুখ খোঁজে সুদূরে।
ঘাম চুষে ইট ভেজে দেখো তাঁর শরীর,
ঘুষ-কড়ি খায় যারা দেখলে সে অধীর।
শ্রমকেনা টাকমালি বেশ ভারী কৃপণ,
কাজছাড়া রূপদেখি গালি করে খেপন।
ভয় তারে খায় গিলে চারপাশে তাকিয়ে
গোশরুটি খায় মেখে টাকমাথা ঝাকিয়ে
ধন নিয়ে টেনশনে ঘুম খোঁজে মালিক,
দিনখাটা লোকগুলো ঘুম সুখি অধিক।
গরিবের সংসারে নেই কোনো ঝগড়া,
লাজ মাখা মুখ নহে, সুখ পাবে তাগড়া।
দিন আনে দিন খায়, শুকরিয়া হালাল,
প্রেম রেখে মন ভরে, শ্রম করে বেহাল।
দুই মুঠো নুন ভাতে মেটে যায় খায়েশ,
কুঁড়েঘরে বাস করে মিট করে আয়েশ।
রাশভরা সুখ পেতে যায় নাতো অপথে,
রব আছে সদাপাশে যায় না সে অমতে।