সীমা ছাড়া ধর্ষণ উৎসব পালন হচ্ছে দেশে রোজ,
নারীর দেশে নারি ধর্ষণ এই খবর কি রাখো খোঁজ?
নাকি তারা উৎসব রঙে মেটায় মনের তৃপ্তি ঝাল?
আমজনতা বোঝছে ঠিকই কেনো দেশের এমন হাল।
চুপ কেনো আজ দেশ-নেতারা চুপ কেনো ঐ স্পিকার?
নাকি দেশের ধর্ষণ দেখে বলবে এটাও অধিকার?
সংসদ মঞ্চে "বুক ফাটা গান" সেই শিল্পীটা আছে কই?
শিল্পী শাড়ির ছত্রছায়ায় ধর্ষকগণ সব খাচ্ছে দই।
ধর্ষক তো নয় মঙ্গল গ্রহের রড-সিমেন্টের তৈরি জন,
রাঘববোয়াল নেতা সেজে দেশের সম্মান করে হরণ।
ধর্ষণ লীলার বিশাল উৎসব রমরমা আজ বাংলাদেশ,
চতুর্দিকে কান্নার আওয়াজ সতীর্থ বোন হচ্ছে শেষ।
চাচার হাতে ভগ্নি ধর্ষণ মুখ লুকাই আজ কোন্ খানে!
সমাজ গেছে নরক তলে আঙ্গুল তোলে দেশ পানে।
সভ্যতার এই অধঃপতন যুব সমাজ হচ্ছে ক্ষয়,
পাপসাগরে সাঁতার দিচ্ছে তবু মনে নেইতো ভয়।
ভাবতে গেলে সিউরে ওঠে কেমন দেশটা পেলাম ভাই,
এই যদি হয় স্বাধীনতা, পরাধীনতায় ফিরে চাই।
লাগামছাড়া ধর্ষক ঘোড়া দৌঁড়ে করছে রেকর্ড পার,
প্রাপ্য শাস্তি পায় না ধর্ষক কোথায় আছে সুবিচার?
কঠোর শান্তি থাকলে দেশে ধর্ষণ উৎসব হোতো রদ,
ধর্ষক পাবে প্রাপ্ত শাস্তি জ্যান্ত শরীর করে বধ।
নিশ্চুপ হোতো ধর্ষক সমাজ ভয়ের তোপে কাপত মন,
শান্তি আনতে মহাবিশ্বে কোরআন করো আনায়ন।