এই সমাজের বিবিধ চিত্র দেখি আনমোনা নয়নে,
মানুষে মানুষে হিংসার বিষ ছেটায় ধরার জীবনে।
কাঁদা ছুড়াছুড়ি করছে নিত্য অহংকারের জ্বালায়,
নিমের জুসের স্বাদ পায় তারা উচিৎ বাক্য থালায়।
অনেক মানব দলকানা হয় দল ছাড়া কিছু বোঝেনা,
অন্য দলের সুদিকগুলোও হৃদয়ে পরখ করে না।
নিজের দলের সুনাম পুষ্প দেশ উদ্যানে ফোঁটায়,
যুক্তি ছাড়ায় তর্কে জড়ায় প্রমানে নাক সিটকাই।
ভুলের উপর দলের ভিত্তি তবুও ধরেছে আকঁড়ে,
মস্তৃষ্কের শুভ উদয় হলে পড়বে জমিনে আছড়ে
দোষের পাহাড় লুকিয়ে হৃদয়ে দল প্রচারেই সজাগ,
জীবন প্রণালী থমকে দাঁড়ালে হবে ধরিত্রী বেবাগ।
দোষারোপ করে হকেরপন্থা নিজেকে ভেবেছে মুক্ত,
ভালোমন্দের ব্যাবধান ভুলে তেল জলে করে যুক্ত।
বকধার্মিক মুসলিম তারা লোক দেখানোই আসল,
ঈমানের আলো দেখেনি জগতে অস্তিত্ব সব নকল।
জালহাদিসের আশ্রয়ে করে নিজেদের স্বার্থ হাসিল,
দান-খয়রাত নামের পিছনে সুদ ঘুষে ভরা বকিল।
কলবের ঘরে শয়তান পোষে মুখে নেতার বাক্য,
নামাজ রোজায় জমে আছে জের অশান্তিতে ঐক্য।
এমন মানুষ ভরে আছে দেশে বাকি নেই কোন সমাজ,
ঈমানি শক্তি করে পূজি রোজ করব তাদের বাহাজ।
(মাত্রাবৃত্তে )