যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য সন্ত্রাসের প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য ধর্ষকের প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য দুর্নীতিবাজ প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য টেন্ডারবাজ প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য গুম-খুনি প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য ডাকাতের প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য উত্ত্যক্তকারী প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য ভোটচোর প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য জানোয়ার প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য দুর্বৃত্তের প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য ত্রাণচোর প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য দখলদার প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য ঘুষখোর প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য মাদকখোর প্রয়োজন নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
ধর্ষণে সেঞ্চুরির অভাব নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর,
তাওহীদ বিরোধী অভাব নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য গুন্ডার প্রয়োজন নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
মিথ্যা স্বাক্ষীর অভাব নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
ষড়যন্ত্রকারীর অভাব নাই,
যেখানে আছে এরা, সেই খানে আর
দেশ বিরোধীর অভাব নাই।
যেখানে আছে এরা, সেই খানে আর
অন্য চাদাবাজ প্রয়োজন নাই,
যে দেশে আছে এরা,সেই দেশে আর
অন্য নরকের প্রয়োজন নাই।
এমনিতেই নরক হবে দেখবে সবাই
অন্তর দিয়ে উপলদ্ধি করে নাও
তাওহীদ প্রেম ও দেশপ্রেম থাকলে
ওদের বিরোদ্ধে জিহাদে যাও।