ফুল-পাখি নদীনালা, প্রকৃতিকে নিয়ে প্রায়,
মনের মাধুরি ঢেলে,-- কত কবি লিখে যায়।
পারিপার্শ্বিক দুর্দশা,- দেখেও ঠিক দেখে না,
উত্তরণের সুপন্থা,-কেনো লেখক খোঁজে না?

মশামাছি ফড়িং নিয়ে,কাব্য লেখেন ডজনে,
শুভেচ্ছার ঝড় তোলে, নেট রাজ্যের স্বজনে
খোকা-খুকু দাদা নিয়ে,ভরেছে কাব্যের ঝুড়ি,
দেশমাতার আপদে,--রাখেনা দায়িত্বে জুড়ি।

প্রেম নিয়ে গবেষণা, ------ করে কত কবিবর,
জীবন মরনে প্রেম, -----উক্তিতে মেলায় স্বর।
ইনিয়ে-বিনিয়ে লেখে, -- প্রেমের পালক ধরে,
বাস্তবতার রেশ নিয়ে, লেখেনা কবিজী বরে।

ব্যক্তি মরে রাস্তাঘাটে,--- ধর্ষণের নেই হিসাব,
খুন-গুম চোখে দেখে-- -- ঘুম দেয় কবি সাব।
দুর্নীতির ঘাঁটি নিয়ে, -- লেখে না তো দু-লাইন,
দেশ যাচ্ছে রসাতলে, - তবু মানে তো আইন।

হক কথার মরিচে,-- ---পুড়লে মন করব কী?
পান্তাভাতে চুন ঢেলে, খেয়ে নাও আসল ঘি।
ধর্মের এ ক্লান্তিলগ্নে, ---- যে কলম রবে স্থির,
ক্রোধের ধনুক দিয়ে--- মারি তার বুকে তীর।

দায়হীন এমন কবি,- ----- এ জগতে নয় কম,
ছানী পড়া চক্ষু নিয়ে,-- লেখেন কাব্য হরদম।
দেশ ও দশের কাছে,- নেই বুঝি কোনো দায়?
'ষড়ঋতু' ছড়া লিখে,----নিতে চাই পত্রে ঠাঁই।

কবির কলম খানি,----- হবে কবে তলোয়ার?
হক শব্দ ফুটবে ঠোঁটে, ---হাত হবে হাতিয়ার।
দেশোদ্রোহী শত্রুগুলো, ছেড়ে যেত তেপান্তর,
সব কবি পণ করি,-"ন্যায়ে" দিবো এই অন্তর।
বিঃদ্রঃ নির্দিষ্ট কোন ব্যক্তির উদ্দেশ্যে লেখা নয়
````````````````````````````````````````````````````````