বীরের জাতি চামচামিতে শিঘ্রই পাবে নোবেল,
তেলা মাথায় তেল ঢালতে দেখছি দেশে অঢেল
বীরের ভূষণ ছুঁড়ে ফেলে তেলের বোতল হাতে,
পায়ের তলায় জিভ লাগিয়ে চাটছে দিনেরাতে।
মধুর থেকেও মিষ্টি বুঝি -- নেতার পায়ের তালু,
নিজের পিতার নেয় না খোঁজ টানে দলের খালু
সবখানেতে চামচামির রূপ দেখতে পাবে চোখে,
চোখটা শুধু সজাগ রেখো পরের পিতার শোকে।
নোবেল পেতে বড়ো-সড়ো --টানছে এমন ঘানি,
কলম পেটের কালি দিয়ে লিখছে তেলের বাণী
চামচামি আর ধড়ি-বাজে নোবেল নেবে জাতি,
দলের মানুষ মশা হলেও সাজছে বিশাল হাতি।
বাংলাদেশে দুর্নীতির চাষ ----হচ্ছে ফসল বেশে,
ভিন্ন প্রথায় মারছে যে তেল মিষ্টি কথায় হেসে।
হকার থেকে শুরু করে -----এম'পি মন্ত্রী সবাই,
তেলের বোতল হাতে নিয়ে নেতার পিছু দৌড়ায়
দেশটা ছুটছে নরকপথে -----ওরা নেতার পিছে,
উন্নয়ের জোয়ার ভাটা ------ বইছে সবই মিছে।
ইতিহাসকে কবর দিয়ে --- জাগবে কবে জাতি!
চামচামিকে নিপাত করে মারবে শিশিতে লাথি।
হালাল খাবার খুঁজতে কবে ধরবে সাবল খোন্তা,
চামচামি আর তেলবাজ ছেড়ে করবে যে সুচিন্তা