বুদ্ধিমত্তায় ঘুণ ধরেছে, বিবেক গেছে শ্মশানে,
মনুষ্যহীন শিক্ষক হলে, মরচে অন্তর নিশানে।
শিষ্টাচার ও ধর্মীয় জ্ঞান,- সালাম করে প্রকাশ
সেই কথার মহত্ত ভুলে, ফেলে ওরা দীর্ঘশ্বাস।।
অধঃপতনের শীর্ষডালে, বিরাজ করে যে রাষ্ট্র,
ইসলাম বিদ্বেষী প্রভাষক, হচ্ছে কঙ্কর পথভ্রষ্ট।
এ-যদি হয় শিক্ষক রীতি,- রাষ্ট্র নৈত্রীর বিধান,
শিক্ষক নাম কর্তন করে, পশু করো সম্প্রদান।
সালাম, কালাম, শিষ্টাচার, মুসলিমদের ঐশ্বর্য,
তাওহীদের সব পাকবাণী, বিশ্ব উম্মাহ গাম্ভীর্য।
জামাত-শিবির হতে রাজি,অধঃপতনের দেশে,
শহীদ কাফেলা সৈন্য নিয়ে, মরব বিজয় বেসে।
আল্লাহ হাফেজ শ্রেষ্ঠধ্বনি, বলবো বিদায়ক্ষণে,
জামাত-শিবির দেশের গর্ব, বলে আমজনগণে।
জঙ্গী-কুলাঙ্গার দল চিনতে, জনগণ নেই পিছে,
অধঃপতনের বাংলাদেশে, রয়েছে তারায় মিশে।
সর্বনাশের ইলাহিকাণ্ড,---- - ঘটাই ধরায় রোজ,
ঈমান আমল ভুলে গিয়ে,চাটুকারি করে ভোজ।
জঙ্গীবাদ ও বুদ্ধিহীনার,----সঠিক বিচার চাই,
নইলে অগ্লি জ্বলবে দেশে,ইসলাম বিদ্বেষ গাঁয়।
অক্ষরবৃত্তে ১০+৮