মালসা ভরে পান্তা ইলিশ
পেঁয়াজ মরিচ ফ্রি,
বৈশাখ এল টোঁপর পরে
ঢাক ঢোল বাজি।
লাল পেঁড়েতে সাদা শাড়ী
সাঁজছে গাঁয়ের বধু,
একতারাটা লইয়ে খোঁকা
নাচছে বাউল শুধু।
প্রাণের টানে ছুঁটছে দেখো
কৃষক মজুর শ্রমিক,
বাংলার উৎসব রক্ষা করবে
সর্ব স্থরের বনিক।
হালখাতার ঐ স্বর ভাসিছে
বড় মাইক ঢালে,
মিষ্টান্ন আজ ঘ্রাণ উড়িছে
হাল প্রতিষ্ঠানে।
মেলার বুকে মাতাল তালে
ঘুরছে নাগর দোলা,
চোর্কি খেলায় মত্তো দেখো
হরেক রকম পুলা।
চৈত্র আগুন বক্ষে তাহার
কাল বৈশাখী বাতিন,
ধ্বংস লীলা খেলে আবার
গাছ-পালারও জমিন।
বৎসর ঘুরে আসবে আবার
এই উৎসব ফিরে,
বৈশাখেরই ঢেউ উঠিবে
প্রতি নিরে নিরে ।