বিশ্বাসের খুঁটিতে যার লাগে ঘুণ,
দই দেখে মনে ভাবে খেয়েছে সে চুন।
জেঁকে বসে তারমনে গাল পোড়া ভয়,
অবিশ্বাসের তীরে ক্ষত হয়েছে হৃদয়।
বিশ্বাসের অম্বরে জমে কালো মেঘ,
সবখানে দানাবাঁধে তার সে আবেগ।
নড়বড় করে সেই, বিশ্বাসের ছাদ,
বালুর প্রাসাদে রোজ দিচ্ছে সে বাঁধ।
সন্দেহের নীলজালে ঘেরা চারপাশ,
বিপদের আগমনে থেমে যায় শ্বাস।
ঠুনকো হয়েছে তার বিশ্বাসের ভিত,
জীবনের অধ্যায়ে, হয়নি তার জিত।
মৃদুঝড়ে ধসে পড়ে কুঁরে খাওয়া খুট,
সারাদেহ পড়ে থাকে, প্রাণ হয় লুট।
টেকসই আছে যার বিশ্বাসের আসন,
কখনো হয়না তার, জয়ের প্রহসন।।