বিশ্বনবীর জীবনী (দ্বিতীয় পর্ব)
মোহাঃ নওশাদ আলম// অক্ষরবৃত্ত ১২+১০

তৎকালিনের ঢর্নাড খাদিজা,নবীকে বিয়ের প্রস্তাব দেন,
খাদিজার বয়স চল্লিশ পার, নবীজী পঁচিশে পা রাখেন।
চাচা তালিবের সম্মতিক্রমেই,খাদিজা বিবিকে করে বিয়ে
বিবি খাদিজা ধন-সম্পদ সব, নবীকে দিলেন সব দিয়ে।
তৎকালিন আরব-নগরজুড়ে,কাফির মুসরিক বসবাস,
ভিন্নরকম পাপাচার কাহিনী, নবীজী হৃদয় করে গ্রাস।
ইনসাফ, ন্যায়বিচার প্রতিষ্ঠায়,হেরা পর্বতে করেন ধ্যান,
ক্রমান্বয়েই নবীজীর বয়স,গড়িয়ে চল্লিশে পৌঁছে জান।
চল্লিশ বৎসর পূর্ণ হতে নবী, লাভ করিলেন নবুয়াত,
রাসূলের প্রতি নাযিল আরম্ভ, আলাকের পঞ্চম আয়াত।
ঘটনা ও প্রয়োজনানুসারেই, দীর্ঘ তেইশ বছর ধরে,
ত্রিশপারার কুরআন শরীফ, নাযিল হয় নবীর উপরে।
গোপনে ইসলাম প্রচার করেন, নবীজী বছর সবে তিন,
প্রথম ইসলাম কবুল করেন, বিবি খাদিজা প্রথমদিন।
প্রকাশ্যভাবে ইসলাম প্রচার, শুরু করেছিল ঘর ছেড়ে,
মক্কার কুরাইশ কাফিরগণ, বিরোধী করে শিকড় গেঁড়ে।
বিশ্বাসী আল আমিন মুহাম্মদ, জাদুকর খেতাব পেলো,
কাফিরদল অনুধাবন করে, এবার বুঝি মসনদ গেলো।
কাফিরদলে প্রলোভন দেখায়, আল-আমিন নবীর তরে,
ধন-দৌলতের অভাব ঘুচাবে, বিশ্বসেরা নারী দিবো ঘরে।
শত ষড়যন্ত্র টপকিয়ে নবীজী, ঘোষণা করেন বিশ্ববাণী,
চন্দ্র সুরুজ দুই হাতে দিলেও,করব না সত্যে প্রচারে হানি
ইসলাম কবুল মুসলিমদের, অকুত্ত নির্যাতন করেন,
শত নির্যাতন সহ্য করে তবু, ইসলামের নিশান ধরেন।
ছয়শত বিশ খ্রিষ্টাব্দ তারিখে, বিবি খাদিজার ইন্তেকাল,
কয়েক সপ্তাহ পরে চাচারও, হলো যে একই মৃত্যু হাল।
(চলবে......)