গগণ জুড়ে কালো আবির
হচ্ছে আবার সৃষ্টি,
এই প্রহরে যাসনা দোরে
নামবে মসুল বৃষ্টি,
উঁকি দিয়ে দেখ্ চেয়ে ওই
দূরের গাঁয়ের কৃষ্টি,
চাষের জমি গাং করেছে
ঢেউ তুলেছে বৃষ্টি।
উঠান বেয়ে ঘরের কান্টা
হচ্ছে সরু নদী,
হাঁসের ঠোটে শান দিয়েছে
খাবার পেলে যদি।
বাহির কাজে টান ধরেছে
কেমনে দিবি সাড়া,
মসুলধারে বৃষ্টি ফোঁটায়
সামিয়ানা পাড়া।