নর ও নারি সবাই জানি বেহেস্তের চাবি নামাজ
সেই চাবিটা পেতে আমরা গড়বো নতুন সমাজ
যেই সমাজের সবাই হবে আল্লাহওয়ালা মুমিন,
সকল মানুষ আকঁড়ে ধরবে চাবির স্বর্ণ জমিন।
আদর্শের পথ করবে স্মরণ আমার নবীর মতন,
আল-কুরআনের প্রেমেপড়ে করবে তাঁকে যতন
বেহেস্তের স্বাদ পেতে চাইলে অর্জন করো চাবি,
সময় গেলে কবরস্থানে--- রইবে না আর দাবি!
তামা-সীসা অষ্টধাতু -------- মূল্যহীন তাঁর কাছে,
সেই চাবিটা সুরক্ষিত, আল-কোরআনে আছে।
আল-কুরআনে ফিরে গেলে পাব শান্তি নিশান,
আল্লাহ নামের জয়ের ধ্বনি করবে বান্দা শান।
সেই চাবিটা পেতে হলে আকঁড়ে ধরো ইসলাম,
দিন কায়েমের জিহাদ করো স্রষ্টা দিবে সুনাম।
নামাজ পড়ো সময় মতো মসজিদের ওই ঘরে,
জগতকূলের পানাহ্ চাইবে সিজদাহ রত তরে।
ঈমান আমল সঞ্চয় করো রাখতে চাবির দাবি,
চাবি ছাড়া বেহেস্তের ঘর কেমনে খুলতে পাবি!
সময় এখন তোমার কূলে এসো নামাজ তীরে,
মহান প্রভু দয়ার সাগর দেয়না কাউকে ফিরে।