ওহে শ্রমিক!ওহে কৃষক!তোরাই বাংলার সন্তান,
তোদের শ্রমের অট্রোলিকায় উড়ে বিজয় নিশান।
রোদের তাপে পিঠের চামড়া হচ্ছে তোদের মরু,
পিঠের চামড়া ঘামের স্রোতে হচ্ছে প্রলেপ সরু।
বর্ষা-বাদল কাঁদা-মাটি লুটাই শরীর পাত্রে,
রক্ত তেজে কর্ম করে মানব নামের গোত্রে।
ভাগ্য তটে দ্যাখে তাঁরা তুষার জমা সৈকত,
তুষার প্রলেপ উচি দিয়ে দেখায় আসল হিম্মৎ।
মাটির বুকে সোনা ফলাই কৃষক শ্রমিক গণে,
ঝড়ো ঝপটার আঘাত সই কষ্ট ন্যায় না মনে।
কপাল খাপড়ার লেখন বলে কষ্টসহিষ্ণু জন,
সোনার পালক চাইনা তারা দৃঢ় কঠিন মন ।
তাদের দ্বারায় হইনা কভু দেশের সম্ভ্রম লুন্ঠন ,
ওরাই মায়ের সোনার সন্তান রক্ষা করে বন্ধন।"
দুষ্কৃতির ওই রক্ত চক্ষু, বাংলা মায়ের সতিন ,
চক্ষু ভয়ে ফাইদা লোটে বুঝবে হলে দু'দিন।
বাংলা মায়ের দারাজ সেবাই রয়েছে যার মন,
সতিত্বের ঐ সুক্ষ্ম ভ্রণে বাংলা মা করবে আনায়ন।