আহত হৃদয় ধুক-পুক করে বন্দি শরীর দেশে,
অচেনা দিশায় স্বপ্ন নেশায় থাকি মৃদু স্বরে হেঁসে।
অঝর তিক্ত তাদের বুলিতে শ্রবণে পায় না কুল,
তার পৈত্রিক ভাষার ভুবনে অক্ষমে মশগুল।
গুমট বেধেছে মাতৃভাষার আমার আকাশখানি,
আনমনা হয়ে হৃদয় নিবাসে জমাই সকল গ্লানি।
স্বদেশ বুলির উষ্ণতা শুধু তাপি আমি অন্তরে,
আহত হৃদয়ে চিলিকোঠা আঁকি, ব্যস্ত দেশান্তরে।
আত্মবুলির সূর্য কিরনে আলোকিত করে দেশ,
সেখানে আমার শহীদের দান অকপটে করে শেষ।
ঘাতপ্রতিঘাত, শ্বৈত্যপ্রবাহ মনন হয়নি কাবু,
বিকৃত এই সভ্যতা ঝড়ে ছিঁড়ছে ধর্মের তাবু।
অসুস্থ্য এই সভ্যতা থেকে সুস্থ্যতা খুঁজি রোজ,
সুপথ তলবে পর্বত দেশে করছি কত আরোজ।
স্বদেশ মায়ার ক্ষত'ই আহত এই যাযাবর মন,
নির্মল পরো ভান্ডারে কভু ভরেনা এ- নয়ন।
চাতক চাহনি মেলে খুঁজি ভবে বঙ্গবাসীর রূপ,
চঞ্চলা মন উন্মুখ হয়ে নিমেষেই হয় চুপ।
কত কোষপথ পাড়ি দিয়ে এসে হয়েছি নির্দয়,
সফলতাটুকু অর্জন করে সুস্থ্য করি হৃদয়।।
(মাত্রাবৃত্ত ছন্দে, পর্তুগাল থেকে)