দেশের শত্রু জাতির শত্রু
দেশ দখলের দালাল,
মুসলিম হৃদে করলে আঘাত
কিলখাবি তুই হালাল।
আস্কারা দেয় স্বৈরশাসক
ইসলাম দলিল ছিঁড়তে,
রুখলে মানুষ তোদের প্রতি
পারবি না আর ভিড়তে।
চৌদ্দগুষ্ঠী নিপাত করতে
হয় নাই কাবু বিন্দু,
পিঠের ক্ষতই রক্ত চিপে
ভরবো পদ্মা সিন্ধু।
লাই পেয়ে তাই ঘাড়ে উঠিস
ভাবিস ভীরু গোষ্ঠী,
আগ্রাসি সব শত্রু মারতে
দিল লাগে এক মুষ্ঠি।
পুকুর চুরির কৌশল ছেড়ে
জান নিয়ে তুই পালা,
গো-মূত্র-তে গোসল সেরে
মেটা মনের জ্বালা।