কবিতা- রূপের সাগর
লেখক- মোঃ আছির আলী ( আসিফ )
তারিখ- ২৯/১১/২০২৪
অন্ধকারময়ে আলোকরশ্মি
ছুটে আসে ধেয়ে,
ঝিকিমিকি তারাও জ্বলে
ঐ না তোমার গায়ে।
পলকে পলকে দেখিয়া হারাই
ভুলিয়া যাই নিজকে,
সুন্দরময় সুন্দরী,রূপান্তরিত দৃশ্য
ভুলিবো বন্ধু কাকে।
হৃদয় হরণ করিয়া মনে
বাজাও সুমধুর বাশি,
একলা হেলিয়া দুলিয়া রেখে যাও
স্মৃতিচারণ রাশি।
পরে থাকা তোমার ঐ স্মৃতি স্মরণ
হরণ করেছি বুকে,
পথচলার নেই গো সাথী
আশা গুলো পুড়ছে ধুকে ধুকে।
জেগে উঠেছে প্রেমের জোয়ার
দেখিয়া রূপের বাহার,
তোমার রূপে পড়ছি প্রেমে
বিধাতা দিয়েছে রূপের সাগর।
ঠিকানা-
( মন্মথপুর,মাঝাপাড়া,
পার্বতীপুর,দিনাজপুর। )