নদীর স্রোতেই ভাসে জীবন,
নিঃশব্দ  নীরবে।
নদীর বুক চিরে রুপালী  উর্মি।
তপনের আলোক রাশ্বিতে।
খল খল হেসে বেড়ায়।

ঝরে জ্বল ঝরে তখনই!
তোষিত নয়ন যোগলে।
দাড়াবার টাই পাবো কি?
অবনির কোন প্রান্তে!

এভাবে কি?অজশ্র উর্মীর সাথে।
শংকিত জীবনের উচ্ছাস।
হয়তো একদিন মুক্তি পাবো
সেই অনাকাঙ্ক্ষিত কারাগারে।
জানি পাবো আলোর সন্ধান।
কাহারো মায়ার স্পর্শ পোলে।