কত পাথর চাপা কষ্ট,
বুকে জমা রেখেও হাসি।
কত কষ্ট জমা হতে হতে
হয়ে গেছে বাসি।
কত কান্নার নোনাজল,
হৃদয়ে দিয়েছি কবর।
প্রভুর কাছে চেয়েছি শুধুই,
সবর সবর।
কত ঘাত প্রতিঘাত বিষাদ,
করিতে কি করে পারি সহ্য।
তব ধৈর্য ধারণ করেছি,
শুধু ধৈর্য।
কত পাষাণ দেখেছি!
কত পাষাণ!
পারেনি নিশ্চয়,
নষ্ট করেছি সব নিশান।
কত আশা ভেঙে গেল,
কত স্বপ্ন পুড়ে গেল,
কত একাকার হয়ে গেল ,
তবু রইলো আশার প্রদীপ।
বাকি সব ম্লান!!