অপেক্ষার বার্তা আমারই দোরের পানে বসে থাকে অপেক্ষা হয়ে!
আর কিছু যুগ অপেক্ষা,
তারপর,
আমার চলে যাওয়া যেমন সুনিশ্চিত
আধমরা শতাব্দীর নিঃশেষ যেমন সুনিশ্চিত
তেমনি তোমারও!
তবুও অপেক্ষা তো করতেই হয়,
অপেক্ষা শব্দটাই  বড় কঠিন
যা জীবনের সাথে কোনভাবেই মেনে নেওয়া যায় না।
আর সেই অপেক্ষার বার্তা আমারই দোরের পানে বসে থাকে অপেক্ষা হয়ে!
যেন পাওয়া,
যেন না পাওয়া-
যেন মৃত্যু অবধি অপেক্ষা।
ওগো অপেক্ষা,
শুনে যাও-
কবে যেন নিরলস ভালোবাসা ভালোবেসেছি,
কবে যেন গলা ফেটে ডেকেছি,
শূন্য পথিক রিক্ত হাতে!
অনিচ্ছার বাগানে
মাধবীর বিরচনে
একলাই থেকেছি ক্ষণিক হেসে,
অপেক্ষা রয়ে গেল আমারি পাশে..!!