পৃথিবীর সব রঙ যেন মিশে থাকে
অক্টোবরের গায়ে।
ভোরের হিম বাতাস, দূর্বাঘাসে মিশে থাকা
শিশিরবিন্দু-
জানালার কপাট খুলে দেখতে পাওয়া
সোনালী রোদ্দুর। কিংবা
রুটির মতো গোলাকার আস্ত একটা চাঁদ-
প্রেমিকার কানে গুঁজে থাকা
হলদে ফুলের সুখ-
সব যেন একাকার হয়ে যায় অক্টোবর
এলে।
পৃথিবীর সব আলো সে একাই
কেড়ে নেয় -
প্রিয় অক্টোবর,
তুমি এতো তারাতাড়ি বিদায় নাও কেন?
ভালোবাসার বিষাদ লাগে তোমার জন্য
দীর্ঘ অপেক্ষায়..!!