আকাশের করিডরে কড়া নেড়ে-
জিজ্ঞেস করতে ইচ্ছে করছে; জেগে আছো নক্ষত্র?
-আচ্ছা নক্ষত্র কি কথা বলতে পারে?
-পারে তো।
-কিভাবে?
-এইযে এখন কথা বললো।
-কি কথা?
-জানতে চাইলো; নক্ষত্র কি কথা বলতে পারে?
-তার মানে তো- আপনি আমাকে নক্ষত্র বলছেন?
-জ্বি।
-কিভাবে?
-আপনিতো হারিয়ে যাওয়া মানুষ। আর আমাদের
জীবন থেকে হারিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষই
নক্ষত্র।
বস্তুত "তাঁরা" বলতে আমরা যা দেখি;
তা আকাশের বুকে জমা হওয়া ক্ষত,
আহ্লাদ করে আমরাই বলি; নিঃসঙ্গ নক্ষত্র।
-জেগে আছো নক্ষত্র?