আচ্ছা, তুমি কি ভোরের ঘন কুয়াশা,
নাকি তুমি দুর্বা ঘাসে আষ্টেপৃষ্টে থাকা
ভোরের শিশির?
ধরবো ধরবো বলে যেই তোমাকে ধরতে
যাই, শিশিরের মত বিলিন হয়ে যাও দুর অজানায়।
আচ্ছা, আচ্ছা তুমি কি ভোরের কুয়াশা ভেদ করে বেরিয়ে আসা
এক ফালি হলদে সূর্য?
নাকি, নাকি তুমি অমাবস্যার রাতে এক টুকরো পূর্নিমার চাঁদ?
তোমার আলো পড়তেই যেন বিলিন হয়ে যায় ঘন কালো ঘুটঘুটে অন্ধকার।
আচ্ছা, তুমি কি নদীর ঘোলা জল? নাকি
তুমি নীল সাগরের জল?
তোমার ভিতরে আমি নিজেকে খুঁজে পাই,আবার নিমিষেই হারাই।
আমি বরাবর আবারো তোমার 'দ্বিধায়' পরে যাই🥀