একটা 'ডিসেম্বর' ছিল ধূসর মুক্ত,
ছিল না ঘাম ঝরানো বিকেল,
ধুলো মাখা শরীর।
ছিল না, ইট পাথরে গড়া দালান,
ছিল না যান্ত্রিক শহর, ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষ।
ছিল খোলা আকাশ, ফাঁকা রাস্তা, ছিল দূষণ মুক্ত হাওয়া,
ব্যস্তহীন মানুষ।
আজকের 'ডিসেম্বরটা' ভিষণ ধূসর, আকাশে ঘন কালো মেঘ,
ব্যস্ত নগরী, শহর টা কোলাহলে ভরে গেছে।
পুরনো 'ডিসেম্বর' কে ভুলে নতুন 'ডিসেম্বর' শুরু করেছো তুমি।
নতুন ডিসেম্বর নতুন মানুষ! কোলাহলে পরিপূর্ণ তুমি।
ভুলে গেছো পুরনো 'ডিসেম্বর',
ভুলে গেছো পুরনো আমি।