প্রিয়,
নীলা ম্যাডাম..
কেমন আছেন আপনি?

জ্যোৎস্নাময় এক রাতে চিঠি লিখতে বসেছি আপনাকে। কি লিখবো বুঝে উঠতে পারছি না, কথা গুলো যেন আজ আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি লিখার। আমি আপনার উপর এক ভয়ংকর মায়ায় পড়েছি আপনার চেহারার মায়ায় আপনার চোখ দুটির মায়ায়।

জানেন, মানুষ সবার উপর রাগ করতে পারে তবে সবার উপর অভিমান করতে পারে না। অভিমান করতে হয় একান্তই নিজের মানুষের উপর যার উপর অধিকার আছে যার কাছে থাকার ইচ্ছে আছে। অভিমান ঠিকঠাক ভাবে বুঝতে হয় যত্ন নিয়ে আগলে রাখতে হয় গুরুত্ব দিতে হয়, তবেই সম্পর্কটা সুন্দর হয়ে উঠে আর অভিমানটাও।

জানেন, গভীর রাতে যখন চারপাশ নীরব হয়ে যায় তখন আমার ভীষণ ইচ্ছে করে কারোর কথা শুনতে। মনে হয় কেউ যদি আমার জন্য একটু কথা পাঠাতো। শুনুন নীলা ম্যাডাম আমায় আপনার ছোট্ট দুনিয়ার একজন সদস্য বানাতে পারবেন? শীতের সকালে আপনার সাথে আর হাতে এক কাপ চায়ের গল্প করার বায়না করা হলো। চুপ করে চোখে চোখ রেখে মুখে না বলা কথা চোখের ভাষা দিয়ে প্রকাশ করা হলো।

ইচ্ছে করে কোনো এক দিন সন্ধ্যা পালিয়ে বেড়ানো রাতে আপনি আমি একসাথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামাবো কোনো এক সূর্যাস্তে। আমার ইচ্ছে হয় আমি সারাদিন আপনার কাছে থাকি। সময় হলে আপনার কাঁধে মাথা রেখে আমার অপূর্ণ সব স্বপ্ন পূরণের প্রত্যয় করি। ইচ্ছে হয় রাতে আপনার সাথে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর ল্যাঠা খেয়ে বসে শাল গায়ে দিয়ে চাঁদ দেখতে আর চাঁদ দেখার ফাঁকে লুকিয়ে লুকিয়ে চাঁদের আলোয় আপনার মায়া মুখ দেখবো। যদি বুঝতে পারেন আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছি তাহলে কি আপনি আনমনে হাসবেন নাকি আমার চাহুনিতে আপনি বিরক্ত হবেন।
বলুন নীলা ম্যাডাম...?

ইতি
আপনার প্রেমিক!