সবাই সাজাতে চায় আপন জীবন
নিজের মতন করে।
হারিয়ে যায় ইচ্ছা গুলো
দুর আকাশের মাঝে।
অপূর্ণতার বেদনা, কভূ যায় না দেখা"
শুধুই বাধে বাসা, আপন বক্ষে।
বেদনার সাগরে ভাসে সবাই,
তীরহীন সাগরে পায়না ঠাই।
কারোর বেদনা জন্ম নেয়
আপন ভুলের ফল।
কারুর ইচ্ছাই হয়ে যায় নিস্ফল ।
বেদনা!! সেত পরিচিত সবার
অন্যের বেদনা বোঝার মন, আছে ক-জনার।
অর্থ বিত্তের মোহে যে, আজি অন্ধ,
তার আছে বেদনার ক্ষিতি, আর শত দ্বন্দ্ব।
অপ্রকাশিত বেদনা রয়ে যায় আজীবন।
প্রকাশের ইচ্ছা কভু হয়না পূরন ॥