আমি শুনেছি তুমি নীল সমুদ্র পাড়ে দাড়িয়ে,
আমাকে নাম ধরে ডেকেছ তব হৃদয় দিয়ে।
আমি বিমুগ্ধ চিত্তে শুনছিলাম তব কন্ঠস্বর
হৃদয়ের ডাক শুনেছে হৃদয়,মুখে দেইনি উত্তর।
সবুজ বৃক্ষ লতার ফাঁকে যেমন ভানু রশ্মি।দেহজুড়ে হৃদয়নীড়ে তেমন পাপিয়া তুমি।
বর্ষার জল কেলিতে যেমন খড়কুটো সব ভাসে,
মম হৃদয় মনের ফুলকলিতে পাপিয়া তেমন হাসে।
আমার অন্ত:পথের দিগন্ত তুমি
মম আগামী পথেরও রক্তিম উর্দি।
ওগো!কৃষ্ণচূড়ার লাবন্যতা দেখি তোমার আখিতে
নিরন্তর দুর্গম পথ চলার তুমি আমার সাথি যে।
সেই নীল সমুদ্র বদলে গেছে,হারিয়েছে তার রুপ,
তোমার তো হয়নি বদল তুমি রয়ে গেছ অপরুপ।
পাপিয়া তোমার মুক্ত ডাক শুনতে চাই আজীবন,
নিজেকে বিলিয়েছি তোমার তরে ভুলিয়ে দিয়েছ মন।
ওগো !! পাপিয়া তুমি ডাকিও আমায় আজীবন।