হারানোর আগে ফিরি তবে,কিছুদিন সঙ্গে নিয়ে তোমায়,
যদি আপন করে হাতটা ধরে, কাছে টানো আমায়।
ধর্মে কিবা আসে যায় সখি, স্বর্গ আছে প্রেমে,
তুমি যদি সায় দাও আমায় বাধব তোমাতে।
খুঁজে দেখ বিশ্ব জুড়ে গল্প যত আছে,
কত নর, কত নারী রাজ্য ছেড়েছে,ধর্ম ছেড়েছে,পড়েছে যখন প্রেমে।
আমি তো রয়েই গেলাম ক্ষনিকের তরে তব স্মৃতির পুস্তিকায়,
দেখে নিও এ পুস্তিকায় হবে তব জীবনের,মহাকাব্য কবিতায়।
যতদিন যত সূর্য সকালে, দেখেছিলে আমার মুখ,
মনের কথা বলতে গিয়ে, জলে ভাসাতে বুক।
স্বর্গ যতই খোঁজ তুমি পাবেনা কখনও ধরা,
আমি যে,মরেছি হাজার বার, যতবার দিয়েছি ধরা।
তুমি তো পেয়েছ, ভরেছ বুক পেয়েছ অসীম ভালোবাসা।
আমি তো আপাদমস্তকে রিক্ত, সব সপে দিয়েছি তোমায়,
তুমি শুধু নিয়েই গেলে আর রেখে গেলে আমারে তব স্মৃতির পুস্তিকায়।