কবিতা : উষ্মা
কলমে : মোহাম্মদ মোবাশ্বির আলম

মানব জাতি বুদ্ধিমান
উষ্মা সহজাত,
আনন্দ,দুঃখ,সুখ,ব্যথা
পায় যে অবিরত।

উষ্মা আছে সবার মনে
উষ্মা তাই জাগে,
অসহিষ্ণু হলে পড়েই-
উষ্মা উঠে জেগে।

বোঝার চেষ্টা করে কেউ
সবার আছে মন,
কথা বলার মাঝেই কেন
উষ্মার জাগরণ।

আধুনিক ঐ ব্যস্ত যুগে
সবাই ব্যস্ত-ব্যস্ততম,
সময় নেই কারো হাতে
তাই উষ্মা জাগরিত অন্যতম।

বোঝার চেষ্টা করেনা কেউ
ধৈর্য্য নেই যে কারো,
নিজের চাহিদা মিটলেই হলো
অন্যরা কেঁদে মরুক।

উষ্মা ছেড়ে হও মানবিক
সমব্যথী হওয়ার চেষ্টা করো-
উষ্মা ছাড়ো-উষ্মা ছাড়ো
নতুন জগৎ গড়ো।