মুজিব বর্ষ
মোহাম্মদ মোবাশ্বির আলম
মুজিবের রক্তে কেনা
বাংলার এ মাটি,
মুজিবের স্বপ্নে আঁকা
বাংলার এ প্রকৃতি।
লাল সবুজের পতাকার মাঝে
মুজিবের সেই সংগ্রাম ভাসে;
বীরশ্রেষ্ঠ,বীর নেতা বাঙালির গৌরব,
তুমি ছাড়া অপূর্ণ বাংলার মাটি,বায়ু জল।
হে মুজিব,তুমি বলেছিলে...
আমি সবকিছু হারাতে পারি কিন্তু,
বাংলার মানুষের ভালবাসা হারাতে পারব না।
তাইতো আজ পালিত হচ্ছে...
তোমার স্বরণে মুজিব বর্ষ।
যতদিন রবে বাংলা ভাষা,
বাংলার আকাশ বাংলার প্রান্তর,
ততদিন পাবে ভালোবাসা,
বাঙালির মুজিব বাঙালির গৌরব।