শিরোনাম : বাবা
কলমে : মোহাম্মদ মোবাশ্বির আলম
বাবা মানেই ভালােবাসা
স্নেহের শরীর জুড়ে
ছায়াসঙ্গী হয়ে থাকে
কঠিন তপ্ত রােদুরে।।
ঘামে ভেজা রক্তজল
করছে যে সারাদিন
শত চেষ্টায়ও কখনােই
মেটানাে যায় না তার ঋণ।।
বাবা মানেই জীবন যুদ্ধের
অলিখিত এক যােদ্ধা
মনের ভেতর সর্বদাই তাই
জাগে অপরিসীম শ্রদ্ধা।
হাজার আঘাত সহ্য করেও
মুখে কেবল মলিন হাসি
নির্দ্বিধায় তাই তাে বলি
'বাবা তােমায় বড্ড ভালােবাসি।।
===Copyright.M.M.A===