কবিতা : আজ ঈদের দিনে
কলমে : মোহাম্মদ মোবাশ্বির আলম
কত মাস পেরিয়ে বছর শেষে এলো খুশির দিন
আইরে সবাই আইরে ছুটে আজকে ঈদের দিন।
আইরে সবাই স্নান করিতে সকাল সকাল আই
সবাই মিলে এক হয়ে আজ নামাজ পড়তে যায়।
কেউবা নতুন কেউবা পুরাতন বস্ত্রপরিধানে
ঈদের নামাজ পড়বে আজকে প্রতিক্ষণে।
আনন্দ উল্লাসে সবাই শাফায়াত করে যাবে
মনের সকল জমানো ব্যথা মিলনে হারাবে।
আত্মীয় স্বজন ঘুরবে আজকে সবার বাড়ি বাড়ি
সঙ্গে থাকবে মণ্ডামিঠাই আর যে ক্ষীরের হাঁড়ি।
ভোগ বিলাসে মত্ত থাকবে আজকে সারাদিন
সবার চোখে এই দিনটা হবে যে রঙিন।
আমিও থাকিবো সবার ভিড়ে সবার মতো করে
ছড়িয়ে দেবো ভালোবাসা সবার ঘরে ঘরে।