আকাশে উড়াইয়া পাল তুলি হে সিন্দাবাদ
জয় জয় ধ্বনীতি মুখড়,কবে হবে দ্বীন ইসলাম জিন্দাবাদ।
ধরণী প্রশান্ত হবে কবে হে প্রভু,
জুলুমের এই সিংহাসন,আর অত্যাচারীর অবসান?
কেনো আমার ঘরে খাবার নাই,
আশেপাশে সবই তো দেখি মুসলমান!
হে খোদা আমি কি মানুষ না,
দেইনি কি তোমার তরে নিজেকে তুলে?
কিভাবে মানুষ ধর্ম করে,
কর্মের বেলায় অসহায়কে যায় ভুলে!?
গভির রাতে কাঁদে মন
কাদে সুদিপ্ত প্রভাতে,
তবে আমি বলি প্রভু হে....
তুলে দাও তুলে দাও মোরে,নূহের নৌকাতে।।