আমি দেখেছি জীবিকার তাড়ায়
কেউ হাটে ঝমকালো আলোর মিছিলে,
কেউ অন্ধকার গলির মোড়ে
কেউ বা হেঁটে হেঁটে ক্ষয় করে পাদুকা জোড়া।
কেউ বা ঘাম ঝরা ভেজা শরীরে
চলন্ত সিড়ি বেয়ে দৌড়ে উঠে উপর তলায়;
কেউ বা ছুটে চলে নিদ্রাহীন গন্তব্য ধারায়
কেউ বা আবার ছুটেছে প্রবল ঢেউয়ে উদাস হাওয়ায়।
আমি দেখেছি জীবন,মরিচিকায় নষ্ট হতে!
দেখেছি আরো সহজ সরল ভিন্ন ধারায়;
এখানে সবার চাওয়াই,শুধু একটু সুখের ছোয়া।
তবুও পাই কি মোরা,একটু খুজে সুখের দেখা?
আমি শুনেছি সেদিন ক্লান্ত পথে
দুপুর রোদে শ্রমিকের গাওয়া গান,
দেখেছি আরো অল্পদিনে
গল্পে হারানো অজস্র নাবিকের প্রান;
অনুভব করেছি এই শহরে
ব্যার্থ প্রেমিকের আত্মচিৎকার,
আর থমকে যাওয়া পথিকের হাজারটা ভুলের হাহাকার।
তবুও এখানেই আমি বার-বার প্রয়াস করি
সরল পথে সহজলভ্য একটা জীবন গড়িবার;